Header Ads Widget

শেষ চারের বিশ্বাস এখনো আছে বাংলাদেশের

শেষ চারের বিশ্বাস এখনো আছে বাংলাদেশের

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলেতে হলে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবেরয়টার্স

যদি টপ অর্ডার ও রকম ভেঙে না পড়ত, যদি আরও ৩০-৪০টা রান করা যেত, যদি শারীরিক ও মানসিকভাবে নিজেদের আরেকটু উজ্জীবিত রাখা যেত…।

এ রকম কিছু অপ্রাপ্তির আফসোস নিয়েই কাল রাতে দুবাই ছেড়েছে বাংলাদেশ দল। আজ আপনি যখন এই প্রতিবেদন পড়ছেন, তারা তখন নতুন দেশের নতুন শহরে নতুন দিনে প্রবেশ করে গেছে।

দুবাইয়ে বাংলাদেশের একটিই ম্যাচ ছিল। বাংলাদেশ আবার আলোঝলমলে এই শহরে খেলতে আসতে পারে কেবল ভারতকে নিয়ে ফাইনালে উঠতে পারলে। গ্রুপে নিজেদের বাকি দুটি ম্যাচই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। ২৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান।

দুবাইয়ে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ রয়টার্স

 

এরপর যদি বাংলাদেশ শেষ চারে চলেও যায়, ৫ মার্চ লাহোরে হবে সেমিফাইনাল। তাতে জিতলে, ওদিকে ভারতও যদি ফাইনালে ওঠে, তাহলেই কেবল ৯ মার্চের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে আবার দুবাইয়ে আসার সুযোগ হবে বাংলাদেশের। নইলে লাহোরে ফাইনাল, অথবা তার আগেই দুবাই বিমানবন্দর ছুঁয়ে উড়ে চলে যেতে হবে দেশে।

হাসছেন? ভারতের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পরদিন কি না বাংলাদেশেরই ফাইনালে ওঠার পথরেখা তুলে ধরা হচ্ছে! কিন্তু কী করা, বিশ্বাসটা যে এখনো দলের মধ্যেই আছে!

গ্রুপ ‘এ’-তে এখন পর্যন্ত হওয়া দুই ম্যাচে দুই জয়ী দলের নাম নিউজিল্যান্ড ও ভারত। বাংলাদেশ এবং গ্রুপের অন্য দলগুলোরও পরের ম্যাচগুলোর ফলাফল বাংলাদেশের দিকে এলে সম্ভাবনার দুয়ার খুলেও তো যেতে পারে।

ভারতের কাছে ৬ উইকেটে হারের পরও দলের আবহ থেকে সে রকম কিছুর বিশ্বাস হারিয়ে যায়নি। অঙ্কের হিসাবে তো বটেই, তাদের মনও বলছে, টুর্নামেন্টটা এখনো বাংলাদেশের জন্য ‘ওপেন।’ তা ছাড়া মাংসপেশিতে টান পড়া তাওহিদ হৃদয় সুস্থ হয়ে গেছেন। চোটের কারণে প্রথম ম্যাচে না খেলা মাহমুদউল্লাহর স্ক্যান রিপোর্টও ভালো। এখন শুধু সেরে ওঠার অপেক্ষা।

 

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান দুবাই বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ