এমপি ঘোষণার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন হিরো আলম
![]() |
| আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। ছবি : কালবেলা |
নিজেকে এমপি ঘোষণার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৫টায় রাজধানীর রামপুরায় নিজ অফিসে তিনি এই সংবাদ সম্মেলন করবেন বলে কালবেলাকে নিশ্চিত করেছেন।
হিরো আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন, যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে। হিরো আলম ঢাকা ১৭ বগুড়া ৪ ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক আমি তো অনেক নির্যাতিত হয়েছি।
#আশরাফুল হোসেন আলম #হিরো আলম #এমপি ঘোষণার দাবি #জরুরি সংবাদ সম্মেলন

0 মন্তব্যসমূহ