Header Ads Widget

আ. লীগ নিষিদ্ধের দাবিতে নতুন মঞ্চ, দিনভর বিক্ষোভে উত্তাল ঢাবি

আ. লীগ নিষিদ্ধের দাবিতে নতুন মঞ্চ, দিনভর বিক্ষোভে উত্তাল ঢাবি

                                                                   

আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাবি, নতুন মঞ্চের ঘোষণা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দিনভর বিক্ষোভে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। শুক্রবার (২১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে’ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে নতুন একটি প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়।


সংগঠকরা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই প্ল্যাটফর্ম ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবে।

এর আগে একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। বিক্ষোভকারীরা রাজপথে অবস্থানের ঘোষণা দিয়ে মিছিল নিয়ে শাহবাগ হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ করেন।


সমাবেশে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চের’ পক্ষ থেকে ঘোষণাপত্র পাঠ করেন এ বি যুবায়ের। তিনি বলেন, "আওয়ামী লীগ পুনর্বাসনের অপচেষ্টা রুখে দিতে ছাত্র-জনতা প্রস্তুত। গণহত্যার দায়ে অভিযুক্ত দলকে নিষিদ্ধ করতেই হবে।"

বিক্ষোভ থেকে ‘গড়িমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর’, ‘লড়াই করে বাঁচতে চাই’, ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দে’—এমন স্লোগান দেওয়া হয়।


নতুন ঘোষিত মঞ্চের পক্ষ থেকে শনিবার (২২ মার্চ) বিকেল পাঁচটায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি ও গণইফতারের আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

 


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ