Header Ads Widget

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

এবালন ফ্যাশন লিমিটেড গার্মেন্টসে আগুন লাগে। ছবি : কালবেলা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় এবালন ফ্যাশন লিমিটেড (জ্যাকেট তৈরির কারখানা) গার্মেন্টসে আগুন লেগেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসছে কারখানায় কর্মরতদের আত্মীয়স্বজনরা। 


কারখানাটির কোয়ালিটি ম্যানেজার অলী উল্লাহ্ বলেন, পৌনে ৫টার দিকে কারখানায় আগুন লাগে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এই কারখানায় প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন। কারখানাটিতে রপ্তানিমুখী তৈরি পোশাক প্রস্তুত করা হয়।


উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ কালবেলাকে বলেন, কারখানার ৪র্থ তলা থেকে আগুন লেগেছে। সেখানেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। সবাই নিরাপদে নেমে আসায় মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ, রেড ক্রিসেন্ট ও স্কাউট দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করেছেন।

চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা পোশাক কারখানায় আগুন ফায়ার সার্ভিস

 

 


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ