Header Ads Widget

ঝিনাইদহে স্বামীকে হত্যার অভিযোগে দুই স্ত্রী আটক

 ঝিনাইদহে স্বামীকে হত্যার অভিযোগে দুই স্ত্রী আটক

ঝিনাইদহে স্বামীকে হত্যার অভিযোগে দুই স্ত্রী আটক

 

ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তার দুই স্ত্রীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শহরের কলাবাগান এলাকার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।


নিহত আব্দুল জব্বার শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহারা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তার দুই স্ত্রী হলেন, রাবেয়া খাতুন মিষ্টি ও সাথী।

নিহত জব্বারের বোন জানান, তার ভাইয়ের দুই স্ত্রীর সাথে তার বেশ কয়েকদিন ধরে পারিবিারক কলহ চলছিল। এর আগে, তার ভাইকে গায়ে হাত তুলে মারধরও করেন বড় স্ত্রী মিষ্টি। সম্প্রতি জব্বারের বোন ও মা তার বাড়ি থেকে ঘুরতে যান নিজ বাড়িতে। সেই সুযোগে বড় স্ত্রী রাবেয়া খাতুন মিষ্টি দুপুরের দিকে বাড়িতে এসে তার ভাইকে পিটিয়ে হত্যা করে। হত্যার সময় তার ভাইয়ের ছোট স্ত্রী সাথী ও প্রতিবেশীরা ঘটনাটি দেখেন বলে জানান।


পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: সুলতানা মেফতাহুল জান্নাত তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, জব্বার নামের এক ব্যাক্তির মরদেহ তার নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত শেষে বলা যাবে। তবে নিহত ব্যক্তির দুই স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ